ঘুম সে তো শত সহস্র বছরের
পুরোনো কালো রাত্রির চাদর,
তাতে কি আর স্বপ্ন দেখা যায় !?
নতুন কিছু বলো
আমি আর ঘুমাবো না কখনো ।
স্বপ্ন সে তো তোমার আমার মত;
সাদা-কালো ! তাতে কি আর
জীবন রাঙ্গানো যায় ?
নতুন কিছু বলো,
আমি আর স্বপ্ন দেখবো না কখনো।
জীবন । সে তো পৃথিবীর মত
ভুল সময়ে জন্ম নেওয়া এক আদিম অভিশাপ
তাতে কি আর বেঁচে থাকা যায় !?
নতুন কিছু বলো,
আমি আর বাচঁতে চাই না কখনো ।
বেচেঁ থাকা সে তো
জলহীন নদীর মতন মরু
তাতে কি আর কান্না করা যায় ?
নতুন কিছু বলো,
আমি আর কাদঁব না, অনন্ত কালেও…….