Blog

ঘুম

ঘুম সে তো শত সহস্র বছরের পুরোনো কালো রাত্রির চাদর, তাতে কি আর স্বপ্ন দেখা যায় !? নতুন কিছু বলো আমি আর ঘুমাবো না কখনো । স্বপ্ন সে তো তোমার আমার মত; সাদা-কালো ! তাতে কি আর জীবন রাঙ্গানো যায় ? নতুন কিছু বলো, আমি আর স্বপ্ন দেখবো  না কখনো। জীবন । সে তো পৃথিবীর মত ভুল সময়ে জন্ম নেওয়া এক আদিম অভিশাপ তাতে কি আর বেঁচে থাকা যায় !? নতুন কিছু বলো, আমি  আর বাচঁতে চাই না কখনো । বেচেঁ থাকা সে তো জলহীন নদীর মতন মরু তাতে কি আর কান্না করা যায় ? নতুন কিছু বলো, আমি আর কাদঁব না, অনন্ত কালেও…….

ঘুম Read More »

উড়ে যায় বকপক্ষী

উড়ে যায় বক-পক্ষীঝরে যায় গাছের পাতাপাখি উড়ে পাতা ঝরে তবু স্মৃতি ভোলে না ।। হাজার বছর কষ্টের ভারে এই মন নোংরা,নোংরা মন নষ্ট তবু কষ্ট ভোলে না ।। ২০০৮    

উড়ে যায় বকপক্ষী Read More »

Creative Banner Design – A Step by Step Guide

Designing a creative banner campaign can be a long, complicated process involving many different people. The longer the process gets, the easier it is to forget certain steps, or ignore certain parts due to time constraints. Thankfully, you needn’t worry any longer. We’ve created this checklist to assist with your creative banner design, so you can make sure you’ve got everything covered, and are working in the most efficient way possible. Step 1 – Decide on your offer First and foremost, you need to decide the central point of your campaign. Do you have a specific offer, or do you want to raise brand awareness and profile? Do you have a physical item for sale or a service? You need to think specifically about what you want to achieve first, as it will make the rest of the process so much easier. Once you’ve decided on the focus of your campaign, it would be normal to think you need to go ahead and work on ideas for the concept, but that would mean missing a vital step in the process, which is to identify your audience. Step 2 – Identify Your Audience Before you start thinking about your new banner designs and campaigns, it’s really important to think about who your banner advert is aimed at. If you haven’t already, try to identify your potential audience using Buyer Personas. Once you’ve done this, you’ll have a clear idea of who your audience is, and a persona to aim your ad it. It helps you visualise the users, which in turn helps you design a campaign made especially for them. Identifying your audience will ensure that you maximise your chances of engagement, as your audience will be more likely to pay attention to your ad if they feel like it’s directed at them. It will actually help with the creative process too, as you can really get into detailed concepts and ideas without having to try and appeal to every single person who would potentially see the banner. This exercise isn’t about putting any limitations on your imagination or potential reach, but it is about maximising every impression on your campaign. Step 3 – Brainstorm Ideas Whether you’re working on it with a whole team, or going it alone, it’s now time to get your ideas out there and brainstorm. Write anything down, from vague concepts to tiny details you want to include. Write down every idea you have, and keep writing until the well has run dry. Cross out ideas you don’t like as you go, too, in the hope that most of what you’re left with will be useful in some way. There are  many different ways to brainstorm, and you can find so much advice and guidance on how to do it effectively. One way that almost always gives great results is to start really broad. There are no bad ideas, and no one says ‘no’ to anything. From here, focus on each idea, and pick a handful to go to the next stage with. Then open it out again, and come up with the details for each of these ideas. Again, there are no bad suggestions at this point, as the next stage drills down into each idea to decide whether to finalise it. After this process, you should be left with a near fully-formed idea, with necessary details and a solid overall concept. Now you should be left with a board, or a few pages, or whatever you and your team decided to write on, which is bursting with ideas. Maybe some sketches of how the campaign will look, along with places where it would be good to buy ad inventory. You should have a few copy ideas there too, and maybe a rough framework of how the campaign will work overall. Will there be one banner? Multiple? Will you utilise Live Banners? Videos? Is it purely a banner campaign or will there be other media? These are the kinds of questions to ask yourself and the team whilst you’re brainstorming. Chances are there’s no definitive answer at this point, and all options are worth considering, depending on how they fit in with your target audience. Step 4 – Conceptualise Now it’s time to narrow your focus, and work through all of the ideas from the brainstorming session. Some will work, and some won’t, so be prepared to cast aside some really good input (saving it for future campaigns, of course). Get your best, or most suitable ideas in front of you, and mould them into an overall concept. This should include a rough framework for the campaign. Sketches of what the banners will look like, what kind of sizes they will be, and a design concept including the type of image or video you’d want to use. Also, as part of the campaign framework, decide where you want it to appear and why. After conceptualising, you should have a clear idea of where to start with your designs, and where you want them to go. Step 5 – Choose your format You have your framework, and a clear idea and vision of what you want to do, so now you should be looking into which format suits your aim the best. If your campaign is going to be mainly mobile focused, maybe you want to include more interactive elements with rich media, so users can swipe and manipulate the ad. Are you using pictures or would a video suit your message better? Will a straightforward, static banner work for you or does it need to be animated? For some marketers this is one of the biggest decisions, as it can determine whether or not you have a huge time investment on your hands, but in truth, it doesn’t need to be so seismic. By using Bannerflow, it takes minutes to edit sizes or insert videos, and there’s no need to republish. Everything is altered in real-time. Step 6 – Size it up This goes hand

Creative Banner Design – A Step by Step Guide Read More »

আমার জয় আমি বাঙ্গালী, আমার ভয় আমি সমতলের বাঙ্গালী

একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেল। দেখি আমি আমার নিজের ঘরে, নিজের বিছানার উপর শুয়ে আছি। আশেপাশে কোথাও কোন পাহাড় নেই, নেই সবুজের সমারোহ।চারিদিক জুড়ে শুধু মহাজগতিক অন্ধকার। এই অন্ধকারই আমাকে স্বস্তি দেয়। মনে মনে ভাবি যদি আর কোনদিন ভোরের আলো না জ্বলে তবে আমাকে আর দাড়াতেঁ হবে না স্বপ্নে দেখা সেই শিশুটির সামনে, পুড়তেঁ হবে না তার চোখের অগ্নিশিখায়। কিন্তু এই গুমোট অন্ধকারেও ষ্পষ্ট দেখতে পাই শিশুটির জ্বলন্ত চোখ। আমি শুনতে পাই তার কন্ঠস্বর। আমি ছুটে পালাই, মুখ লুকাতে চাই, সেও আসে আমার পিছু পিছু, আমি যেখানে যাই, সেও যায়। আমি লুকাতে পারি না, আমি এড়াতে পারি না।এই দু:স্বপ্ন আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। বেশিরভাগ স্বপ্নে মতোই এই দু:স্বপ্নটিও আদিহীন-অন্তহীন। আমি হেটে বেড়াচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কিন্তু আমি যত সমুদ্রের কাছে যাই, সমুদ্র আমার কাছ থেকে তত দূরে সরে যায়। আমাকে দেখে গাছের পাতার সব ঝরে পড়ে যায়। পাখিরা হারায়। দূর থেকে ফুলের বাগান দেখতে সেদিকে ছুটি। আমাকে দেখা মাত্রই সব ফুল ঝরে পড়ে গেল। প্রাকৃতিক সৌন্দর্যের তীর্থভূমি বান্দারবানে পাহাড়ে উঠা মাত্রই, শুনতে পেলাম, পাহাড়েরর গুমোট কান্নার শব্দ। ক্লান্ত শ্রান্ত আমি পানির পিপাসায় কাতরে উঠি। নাফ নদীর পাড়ে দাড়িয়ে দেখি মাথার উপর সুয়র্ লাল লাল রাগী চোখে চোখ রাঙ্গাচ্ছে। আমি যতদূর হাটি দেখি নিবিড় অরণ্যভূমি মরুভূমি হয়ে আছে। গ্রাম্য বাজার দেখতে পেয়ে খুশি হয়ে উঠে এই মন। কিন্তু আমি বাজারে পা রাখতেই ঝাপঁ বন্ধ হয়ে যায় সব দোকানের। ভিন গ্রহের প্রাণী দেখার মতো আমাকে দেখে ছুটে পালায় স্কুল ফেরত একদল কিশোর। আমি চিৎ কার করে কাদতেঁ থাকি। আমার কান্নার শব্দ কোথাও প্রতিধ্বন্বিত হয় না। অভিশপ্ত আমি একা পড়ে থাকি বিরানভূমিতে। নরম কোমল হাতের ষ্পর্শে চমকে উঠি। তাকিয়ে দেখি একটি শিশু। নিষ্পাপ তার মুখচ্ছবি। আমি তাকিয়ে রই তার দিকে। তার চোখে চোখ পড়তেই দেখি সেখানে লাল লাল শিখা জ্বেলে আগুন জ্বলছে। আর সেই আগুনের মাঝে পরম শান্তিতে ধ্যানমগ্ন বসে আছে শান্তির বার্তা বাহক গৌতম বুদ্ধ। সেই আগুনে পুড়ে ছাই উড়াচ্ছে মানুষের বিবেক। ধর্মীয় মূল্যবোধ, বাঙ্গালী জাতীয়তাবোধ। আমি আর তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। উঠে দৌড়ে পালাতে চাইলাম। কিন্তু মাটি আমার পা আকড়েঁ ধরে রাখল। শিশুটি আমার চোখের গভীরে তার চোখ রেখে বলল : তুমি মুসলমান !! তুমি আগুন জ্বালাও ! আমি প্রতিবাদ করে বলতে গিয়েও থমকে গেলাম। আমি কি করে এই দায় এড়াবো। আমি দাড়িয়ে রই। চারপাশ থেকে জনে জনে মানুষ আসতে থাকে। আমার চারপাশে ভিড় করে দাড়ায় তারা। তাদের কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ চাকমা, কেউ টিপরা, কেউ মারমা, কেউ গারো, কেউ মণিপুরি। তারা সবাই আমার চোখে চোখ রেখে তাকায়। আমি দেখতে পাই সেখানে আগুন-আগুন। কারো ঘর-বাড়ি পুড়ছে, কারো জুম খেত পুড়ছে। আমি সেই আগুনের উত্তাপ সহ্য করতে পারছিলাম না। তাদের কারো কারো চোখের জলে আমি দেখতে পাই কর্ণফুলি কে। যে কর্ণফুলি আমাদের দিয়েছে বিদুৎ  বিনিময়ে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের শত বছরের স্মৃতি। তাদের ঘর-বাড়ি। তাদের নিজের ভিটে মাটি থেকে তাদের উচ্ছেদ করেছে। শত শত মানুষ সহায়-সম্বলহীন। শত শত মানুষ সমস্বরে চিৎ কার করে বলে, তুমি মুসলমান !! তুমি বাঙ্গালী !! তুমি সমতলের মানুষ !! আমি মাথা নিচুঁ করে দাড়িয়েঁ রই । আমার চোখ বেয়ে জল নেমে আসে। সেই জল মাটি গ্রহণ করে না। ঘুম ভাঙ্গার কিছুক্ষণ পরেই মোবাইলে ক্ষুদে বার্তা আসে। বন্ধু দিপ্র পাঠিয়েছে – “ চল! বান্দরবান, রাঙ্গামাটি থেকে ঘুরে আসি”। আমি ভাবি, কিভাবে তাদের সামনে দাড়াবো। !! আমি যে মুসলমান, আমি যে বাঙ্গালী, আমি যে সমতলের অধিবাসী আমাদের ইতিহাস যেমন লেখা হয়েছে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মমতায়। তেমনি তাদের ইতিহাস লেখা হচ্ছে আমাকে ভিলেন চরিত্রে সাজিয়েঁ।

আমার জয় আমি বাঙ্গালী, আমার ভয় আমি সমতলের বাঙ্গালী Read More »

Let’s turn your ideas into captivating designs.

My Servces

Copyright ©2023 All rights reserved | Block is made with by Sourav Bhuiyan

Scroll to Top