April 2024

ঘুম

ঘুম সে তো শত সহস্র বছরের পুরোনো কালো রাত্রির চাদর, তাতে কি আর স্বপ্ন দেখা যায় !? নতুন কিছু বলো আমি আর ঘুমাবো না কখনো । স্বপ্ন সে তো তোমার আমার মত; সাদা-কালো ! তাতে কি আর জীবন রাঙ্গানো যায় ? নতুন কিছু বলো, আমি আর স্বপ্ন দেখবো  না কখনো। জীবন । সে তো পৃথিবীর মত ভুল সময়ে জন্ম নেওয়া এক আদিম অভিশাপ তাতে কি আর বেঁচে থাকা যায় !? নতুন কিছু বলো, আমি  আর বাচঁতে চাই না কখনো । বেচেঁ থাকা সে তো জলহীন নদীর মতন মরু তাতে কি আর কান্না করা যায় ? নতুন কিছু বলো, আমি আর কাদঁব না, অনন্ত কালেও…….

ঘুম Read More »

উড়ে যায় বকপক্ষী

উড়ে যায় বক-পক্ষীঝরে যায় গাছের পাতাপাখি উড়ে পাতা ঝরে তবু স্মৃতি ভোলে না ।। হাজার বছর কষ্টের ভারে এই মন নোংরা,নোংরা মন নষ্ট তবু কষ্ট ভোলে না ।। ২০০৮    

উড়ে যায় বকপক্ষী Read More »

Scroll to Top